ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টিএসসিতে শেখ হাসিনার ছবিতে গণ জুতা নিক্ষেপ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ২৮ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে একদল শিক্ষার্থী গণ জুতা নিক্ষেপের আয়োজন করে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন তারা।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে এই জুতা নিক্ষেপের আয়োজন করা হয়।

‘ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের ‘খুনি হাসিনার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এক ভিডিওতে দেখা যাচ্ছে, আয়োজকদের একজন বলছেন, ‘স্বৈরাচারকে জুতা মারুন, কোক-মোজো জিতে নিন।’ এ সময় যারা জুতা মারছেন তাদের তরল পানীয় দেয়া হয়।

জুতা নিক্ষেপ করা একজন নারী বলছিলেন, ‘আরও জুতা মারার ইচ্ছে ছিল, সময় কম তাই পারিনি। আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে যাচ্ছি।’ জুতা মারার পর মোজো পেয়েছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘মোজো পাওয়ার জন্য (জুতা) মারতে আসিনি, আপনি চাইলে এটা নিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘শুনলাম আজ তার (শেখ হাসিনা) জন্মদিন। তাই তাকে উপহার দিতে এসেছি। তার উপহার হলো জুতা পিটুনি।’

তিনি বলেন, ‘যেই সরকারই আসুক না কেন, এটা একটি মেসেজ। যেই আসুক না কেন, দেশ সুন্দরভাবে চালাবে। যদি হিতে বিপরীত হয়, আমরা তোমাকে পদত্যাগ করতে বাধ্য করবো এবং প্রয়োজনে জুতাপিটুনি করবো।’

জুতা কেন মারছেন- প্রশ্ন করা হলে একজন তরুণ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) একজন খুনি। তিনি আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝরিয়েছেন। অনেক মানুষ খুন করেছেন, এ জন্য...।’ আরেক শিক্ষার্থী বলছিলেন, ‘তাকে জুতা মারলে হবে না, তার ফাঁসি চাই।’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি